ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী যুবক


 ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি কল্যাণী থানা দু’নম্বর কাটাগঞ্জ পি এল ক্যাম্পের। অভিযোগ, শুক্রবার দুপুরে বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। ওই এলাকাতেই বাপের বাড়ি গিয়েছিলেন বলে দাবি তাঁর মায়ের। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী আশীষ হালদার। সেখানেই ওই নাবালিকা ছাত্রীর উপর শারীরিক নির্যাতন চালায় সে। কিন্তু সেসময়ই আচমকা বাড়িতে ঢোকেন ওই ছাত্রীর মা। ফলে হাতেনাতেই ধরা পড়ে যায় ওই ব্যক্তি। নির্যাতিতা ছাত্রীর মা চিৎকার চেঁচামেচি করলে কোনও রকমে পালিয়ে যায় অভিযুক্ত আশীষ হালদার। শুক্রবার রাতেই অভিযোগ দায়ের হয় ধর্ষণের কল্যাণী থানায়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত আশীষ হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় সে দিনমজুরের কাজ করে। তবে এখন লকডাউনের জন্য কোনও কাজ নেই। শনিবার ধৃতকে কল্যাণী আদালতে হাজির করেছে পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে ধর্ষণ ও পস্কো আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নদিয়া জেলা চাইল্ড লাইনের সহায়তায় নির্যাতিতা ছাত্রীর মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post