
গত সপ্তাহেই শীর্ষ জেএমবি জঙ্গি আব্দুল করিম ওরফে বড় করিমকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। এবার, তাঁকে জেরা করেই খোঁজ মিলল আরেক জেএমবি লিঙ্কম্যানের। কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, সোমবার ডানকুনি থেকে গ্রেফতার করা হয়েছে রেজাউল করিম ওরফে কিরণ নামে এক জেএমবি শীর্ষনেতাকে। দুবছর ধেরে তাঁকে খুঁজছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, ২০১৪ সালে জামায়েতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিগোষ্ঠীতে যোগ দিয়েছিল রেজাউল। অল্প সময়ের মধ্যেই সে জেএমবি প্রধান সালাউদ্দিনের ঘনিষ্ঠ হয়ে ওঠে। বুদ্ধগয়া বিস্ফোরণেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নজর রাখা হচ্ছিল রেজাউলের গতিবিধির ওপর। অবশেষে আব্দুল করিমকে ধরার পরই রেজাউলের হদিশ পায় তাঁরা। এরপর সোমবার ভোর থেকেই চলে অভিযান। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, জেএমবি নেতাদের রেজাউল বিস্ফোরক ও অন্যান্য সামগ্রী সরবরাহ করত। এছাড়া তাঁদের আত্মগোপন করতেও সাহায্য করত। ফলে অল্প সময়ের মধ্যেই সে সালাউদ্দিনের কাছে লোক হয়ে ওঠে। সোমবারই তাঁকে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিতে চাইছে কলকাতা পুলিশের এসটিএফ।
Post a Comment
Thank You for your important feedback