
খাতায় কলমে বুধবারই বর্ষা ঢুকে পড়ার কথা ছিল বঙ্গে। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে বাংলায় বর্ষা ঢুকতে আরও দুদিন অপেক্ষা করতে হবে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রাক-বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলায়। তবে শনিবারের মধ্যেই রাজ্যে পুরোপুরি ঢুকতে শুরু করে দেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বৃহস্পতিবার ভোর থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগণা জেলায় এদিন ভোররাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশ কালো করে মেঘ জমেছে। ধর্মতলা সহ কলকাতার একাধিক জায়গায় কিছুটা জলও জমে যায় এই প্রাক-বর্ষার বর্ষণে। ফলে একদিকে বাসের সমস্যা অন্যদিকে বৃষ্টি, বৃহস্পতিবার সকাল থেকেই নাকাল হতে হয়েছে অফিসযাত্রীদের। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগণায় সারাদিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বাতাসে আদ্রতার পরিমান বেশি থাকায় গত কয়েকদিন ধরে একটা হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতেই সেই পরিস্থিতি অনেকটাই কমেছে। শুক্র বা শনিবারের মধ্যে রাজ্যে বর্ষা ঢুকে গেলে বৃষ্টির পরিমানও বাড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, এদিনই উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়েছে বর্ষা। আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরে শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। নিম্নচাপ ও পশ্চিমি বায়ুর প্রভাবে প্রবল বর্ষণের সম্ভাবনা মহারাষ্ট্র ও গোয়াতেও।
Post a Comment
Thank You for your important feedback