বাসভাড়া বাড়ানোর নতুন প্রস্তাব বাসমালিকদের


নতুন করে ভাড়া বাড়ানোর প্রস্তাব রেগুলেটরি কমিটিকে পাঠাল বাস মালিকদের সংগঠন। এবার তা আগের থেকে অনেকটাই কম। তাদের নতুন প্রস্তাবমতো, বেসরকারি বাসের ক্ষেত্রে ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৭ টাকা। এবার তা বাডি়য়ে করতে বলা হল ১০ টাকা। ৪ কিলোমিটার থেকে ৮ কিলোমিটার ৯ টাকা। নতুন প্রস্তাবে তা করা হয়েছে ১৩ টাকা। এখন ৮ কিলোমিটার থেকে ১২ কিলোমিটার ভাড়া ৯ টাকা। নতুন প্রস্তাবে তা করতে বলা হয়েছে ১৬ টাকা। মিনিবাসের ক্ষেত্রেও ৩ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৮ টাকা, তা বাড়িয়ে ১২ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবহন দফতরে বৈঠকের পর বেসরকারি বাস মালিকরা জানিয়েছিলেন, ভাড়া না বাড়লেও বাস স্বাভাবিকই চলবে আপাতত। কিন্তু বাস্তবে তা হয়নি। রাস্তায় নেমে নাকাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। এর আগে বেসরকারি বাস মালিকদের সংগঠনগুলি জানিয়েছিল, মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে কলকাতা ও শহরতলিতে ন্যূনতম ভাড়া ২০ টাকা করতে হবে। সর্বোচ্চ ভাড়া করেত হবে ৪০ টাকা। বাসের সমস্ত সিটে যাত্রী নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। বাসের ভাড়া নিয়ে আলোচনার পর রেগুলেটরি কমিটি গড়ে দিয়েছে সরকার। সেই রেগুলেটরি কমিটির কাছেই পাঠানো হয়েছে এই নতুন ভাড়ার প্রস্তাব।
বেসরকারি বাসের সম্ভাব্য নতুন ভাড়াঃ
০ থেকে ৫ কিলোমিটার
১০ টাকা ভাড়া হতে পারে।
৫ কিলোমিটার থেকে ১৩ কিলোমিটার
১২ টাকা ভাড়া হতে পারে।
১৩ কিলোমিটার থেকে ১৭ কিলোমিটার
১৫ টাকা ভাড়া হতে পারে।
মিনিবাসের ক্ষেত্রে হতে পারেঃ
০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার
১২ টাকা ভাড়া হতে পারে।
৪ কিলোমিটার থেকে ৮ কিলোমিটার
১৫ টাকা ভাড়া হতে পারে।
৮ কিলোমিটার থেকে ১২ কিলোমিটার পর্যন্ত
১৬ টাকা ভাড়া হতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post