
এবছর আর কোনও নতুন প্রকল্পে টাকা দেবে না কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে খরচ কমানোর জন্যই এই পদক্ষেপ। নতুন প্রকল্পের জন্য কোনও প্রস্তাব যেন কোনও মন্ত্রক অনুমোদন না করে সে নির্দেশও দেওয়া হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্প এবং আত্মনির্ভর ভারত প্রকল্পে ঘোষিত প্রকল্পে সরকারি টাকা খরচ করা যাবে। অর্থমন্ত্রকের বক্তব্য, করোনার জেরে সরকারি তহবিলে অস্বাভাবিক চাপ পড়েছে। তাই অগ্রাধিকারের ভিত্তিতে ভেবেচিন্তে খরচ করার সিদ্ধান্ত হয়েছে। বাজেটে অনুমোদিত প্রকল্পগুলিও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে। গত ১১ বছরে সর্বনিম্ন জিডিপি বৃদ্ধি ও চার দশকে সবথেকে বেশি আর্থিক সঙ্কোচন হয়েছে ভারতে। সরকার ২০ লাখ ৯৭ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। তারমধ্যে রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ৮ লাখ কোটির নগদ জোগানও রয়েছে।
Post a Comment
Thank You for your important feedback