এবার ‘কোভিড হাসপাতাল’ হচ্ছে সাগরদত্ত মেডিকেল কলেজ


 এমআর বাঙুর, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পর এবার সাগরদত্ত মেডিকেল কলেজকে পুরোপুরি কোভিড হাসপাতালে পরিনত হচ্ছে। আপাতত ২০০ বেড নিয়েই চালু হচ্ছে এই কোভিড হাসপাতাল। পরে প্রয়োজন হলে এটাকে ৫০০ শয্যার ব্যবস্থা করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। রাজ্যে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংখ্যাটা ইতিমধ্যেই সাত হাজার ছাড়িয়ে গিয়েছে। তাই শুধুমাত্র করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা করতেই হাসপাতাল প্রস্তুত রাখতে চাইছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ১৬টি সরকারি ও ৫৩টি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। মোট বেডের সংখ্যা ৮,৭৮৫টি। এরমধ্যে ভেন্টিলেটরের সুবিধা রয়েছে ৩৯২ বেডে। আবার আইসিইউ-র সুবিধা রয়েছে ৯২০টি বেডে। কিন্তু যেভাবে কোভিড রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে তাতে এই হাসপাতালগুলি দিয়ে পরিষেবা দেওয়া সম্ভব হবে না। তাই এবার ডেডিকেটেড কোভিড হাসপাতাল তৈরি রাখতে চাইছে রাজ্যের স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ৯,০০০ মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে। তাই আক্রান্তের হদিশও মিলছে বেশি। এছাড়া বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যেও সংক্রমণ ছড়াচ্ছে। ফলে আগামী দিনে পরিষেবা সচল রাখতে সাগরদত্ত মেডিকেল কলেজকে এবার পুরোপুরি কোভিড হাসপাতাল বানালো রাজ্য সরকার।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post