উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ করোনায় আক্রান্ত। তিনি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংয়ের সঙ্গে। তাই মুখ্যমন্ত্রী ও আরও তিন মন্ত্রী গিয়েছেন গৃহ কোয়ারেন্টাইনে। রবিবার সতপাল মহারাজ, তাঁর স্ত্রী অমৃতা রাওযাত ও তাঁর দুই ছেলে, ছেলের বৌ, দেড় বছরের নাতিরও নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। অমৃতাকে ঋষিকেশের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন। রাজ্য স্বাস্থ্যদফতর জানিয়েছে, কেন্দ্রীয় গাইডলাইন মেনে ওই বৈঠকে হাজির থাকা মন্ত্রী এবং অফিসারদের আইসোলেশনের প্রয়োজন নেই। কিন্তু মুখ্যমন্ত্রী এবং তিন মন্ত্রী হরক সিং রাওয়াত, মদন কৌশিক এবং সুবোধ উনিয়াল নিজেদের স্বেচ্ছা গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নেন। কিছুদিন থাকার পর তাঁদের নমুনা পরীক্ষা হবে।
উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রী সতপাল মহারাজ করোনায় আক্রান্ত। তিনি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংয়ের সঙ্গে। তাই মুখ্যমন্ত্রী ও আরও তিন মন্ত্রী গিয়েছেন গৃহ কোয়ারেন্টাইনে। রবিবার সতপাল মহারাজ, তাঁর স্ত্রী অমৃতা রাওযাত ও তাঁর দুই ছেলে, ছেলের বৌ, দেড় বছরের নাতিরও নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। অমৃতাকে ঋষিকেশের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন। রাজ্য স্বাস্থ্যদফতর জানিয়েছে, কেন্দ্রীয় গাইডলাইন মেনে ওই বৈঠকে হাজির থাকা মন্ত্রী এবং অফিসারদের আইসোলেশনের প্রয়োজন নেই। কিন্তু মুখ্যমন্ত্রী এবং তিন মন্ত্রী হরক সিং রাওয়াত, মদন কৌশিক এবং সুবোধ উনিয়াল নিজেদের স্বেচ্ছা গৃহবন্দি রাখার সিদ্ধান্ত নেন। কিছুদিন থাকার পর তাঁদের নমুনা পরীক্ষা হবে।
Post a Comment
Thank You for your important feedback