
বুধবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানা যাবে ১৭ জুলাই। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিকে সব বিষয়ে পরীক্ষা হয়েছে। তাই মেধা তালিকা প্রকাশিত হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়নি। তাই সিবিএসসি ও অন্যান্য বোর্ডের মতো মেধা তালিকা প্রকাশিত হবে না উচ্চমাধ্যমিকে। তিনি আগাম অভিনন্দন জানিয়েছেন ছাত্রছাত্রীদের। উল্লেখ্য, জুন মাসের গোড়াতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, আর পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু করোনার দাপট যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে নিশ্চিত নয় কেউই। ফলে সতর্কতার সঙ্গে এ বার মাধ্যমিকের ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেয় সরকার। এবারের অস্বাভাবিক পরিস্থিতির কথা মাথায় রেখে রেজাল্ট সংগ্রহ করার পদ্ধতি বদলানো হয়েছে। অনলাইনে ফল প্রকাশের পর সুযোগ বুঝে অভিভাবকদের আসতে হবে স্কুলে। স্কুলই সেই সময়ও নির্দিষ্ট করে দেবে। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে অভিভাবকরা গেলেই মিলবে মার্কশিট। তবে স্কুল স্যানিটাইজ করে তবেই পাঠানো হবে মার্কশিট। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। হিসেবমতো মে মাসের মধ্যে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু মার্চ থেকেই শুরু হয় লকডাউন। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮, গতবারের তুলনায় কিছুটা কম।
Post a Comment
Thank You for your important feedback