দেশে করোনায় আক্রান্ত ৪৪,৪৮৯, বিশ্বে ৬ কোটি ছাড়াল

দেশে করোনায় নতুন আক্রান্ত হলেন ৪৪,৪৮৯ জন। এনিয়ে মোট সংক্রমিতের সংখ্য। দাঁড়াল ৯২,৬৬, ৭০৫৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫২৪ জন। মোট মৃত এখন ১,৩৫,২২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৮৬,৭৯,১৩৮ জন।
অন্যদিকে, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেল। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসেবে জানানো হয়েছে এই কথা। এখনও সর্বত্র করোনা সংক্রমণ ছড়াচ্ছে ব্যাকহারে।

 সবথেকে খারাপ পরিস্থিতি আমেরিকার। সেখানে হাসপাতালে ঠাঁই নেই অবস্থা। মার্কিন প্রশাসন বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শই দিয়েছে। এক সপ্তাহের কম সময়ে আমেরিকায় ১০ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত এখন ১ কোটি ২০ লাখ। মৃতের সংখ্যা ২ লাখ ৬০ হাজারে পৌঁছে গিয়েছে। বিশ্বে মোট আক্রান্ত ৬ কোটি ৩৭ লাখ ৭৩৫ জন। মারা গিয়েছে ১৪ লাখেরও বেশি।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post