পূর্বাভাস মতোই বৃহস্পতিবার ভোরে ঘূর্ণিঝড় নিভার আছড়ে পড়েছে পুদুচেরীর কাছে। এর জেরে পুদুচেরী ছাড়াও পাশের রাজ্য তামিলনাড়ুতেও চলছে ব্যাপক বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানিয়েছে, পুদুচেরী অতিক্রম করার পর নিভার অনেকটা দুর্বল হয়ে শক্তিশালী ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে এই ঝড়ে কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত নেই। কয়েকটি জায়গায় দেওয়াল ভাঙার খবর এসেছে।
#WATCH Chennai witnessing spell of strong winds after #Cyclone Nivar made landfall near Puducherry late last night#TamilNadu pic.twitter.com/jZZB3FCJUX
— ANI (@ANI) November 26, 2020
তামিলনাড়ুতে ঝড়বৃষ্টি চলবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৬ ঘণ্টা ঝড় আরও শক্তি হারাবে। তামিলনাড়ুতে আড়াই লাখ মানুষকে আশ্রয়শিবিরে সরিয়ে আনা হয়েছে। রাজ্যে মাঠের ফসবলের ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। সবথেকে বেশি বৃষ্িপাত হয়েচে কুদ্দালোরে, ২৪.৬ মিমি, পুদুচেরীতে ২৩.৭ মিমি।
Post a Comment
Thank You for your important feedback