বৃহস্পতিবার সাত সকালেই মদ্যপ অবস্থায় টলমল পায়ে স্টেশন চত্বরে ঘুরছিলেন এক ব্যক্তি। বনধের দিনও কাজে বের হওয়া নিত্যযাত্রীরা তাঁকে দেখেও পাশ কাটিয়ে গিয়েছেন। এরমধ্যেই অশোকনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসে ৮টা ৪০-এর ডাউন শিয়ালদা লোকাল। টাল সামলাতে না পেরে ওই মদ্যপ পড়ে যান ট্রেনের তলায়। যাত্রীদের চিৎকারে দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক ও গার্ড।
এরপর রেলযাত্রী, এনডিআরএফ ও জিআরপি কর্মীরা ট্রেনের নীচ থেকে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করেন। চলন্ত ট্রেনের নীচে পড়েও আশ্চর্যজনকভাবে রক্ষা পান ওই ব্যক্তি। এরপরই তাঁর পরিচয় পেয়ে চমকে ওঠেন নিত্যযাত্রী থেকে শুরু করে জিআরপি আধিকারিকরা। জয়ন্ত রায়চৌধুরী নামে ওই ব্যক্তি সুন্দরবন পুলিশ জেলার কনস্টেবল পদে কর্মরত। বর্তমানে তিনি কাকদ্বীপ থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়া বাণীতলা এলাকায়।
জয়ন্তবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত মদ্যপানে আসক্তি রয়েছে তাঁর। আর এই কারণেই তিনি দুর্গাপুজোর আগে থেকেই কর্মস্থলে যাচ্ছিলেন না। পরিবারের লোকজনও এই বিষয়ে আপত্তি জানিয়ে প্রতিবাদ করে। ফলে বাড়ি ছেড়ে বেরিয়ে যান ওই পুলিশকর্মী। গত সাত-আট দিন বাড়িতে ফেরেননি বলেই দাবি করেছে পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে মদ্যপ অবস্থায় চলন্ত ট্রেনের সামনে পড়ে যান জয়ন্ত রায় চৌধুরী। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে।
Post a Comment
Thank You for your important feedback