করোনার টিকার গোপন তথ্য চুরি নিয়ে গুরুতর অভিযোগ উঠল চিন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে। সেই দেশগুলির সরকারের মদতেই এরকযোগে হ্যাকিং চলছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষায়, এটা মেধাসম্পত্তির লড়াই। তারা অন্য দেশগুলির পরাক্ষার রিপোর্ট আগেভাগেই জেনে ফেলার চেষ্টা করছে। সেইসঙ্গে কবে কত টিকা বাজারে ছাড়া হবে সেই তথ্যও চুরি করা হচ্ছে।
আগে হ্যাকারদের প্রাথমিক উদ্দেশ্য ছিল টিকার নকশা চুরি করা। পৃথিবীর শয়ে শয়ে গবেষণাগার, স্বাস্থ্য সংস্থার তথ্য চুরি করা হচ্ছিল। ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র এ ব্যাপারে সচেতন বলে জানিয়েছে। তারা নিজেদের কথা বাইরে খুবই কম বলে থাকে। তারা কাজ করে পিছনে থেকে। রুশ এবং চিনা হ্যাকাররা গত ২০ বছর ধরেই হ্যাকিং করে চলেছে। গত মার্চ থেকে তারা নজর দিয়েছে করোনা টিকার উপর। ব্রিটেন, আমেরিকা, কানাডার গবেষণার তথ্য চুরি করেছে কোজি বিয়ার রাশিয়ার হ্যাকাররা। তাদের হাতিয়ার পাসওয়ার্ড স্প্রেয়িং আর স্পিয়ার ফিশিং। মে মাসে আমেরিকার গিলিড রিসার্চের তথ্য চুরি করেছে ইরানের হ্যাকাররা, এমনই ছিল অভিযোগ। মাইক্রসফট জানিয়েছে, সাতটি বিখ্যাত কোম্পানির তথ্য চুরির ব্যাপারে তারা তিনটি দেশকে চিহ্নিত করতে পেরেছে।
Post a Comment
Thank You for your important feedback