দিল্লির সীমান্তে কৃষকদের কাঁদানে গ্যাস, জলকামান

হাজার হাজার কৃষক 'দিল্লি চলো' অভিযানে যোগ দিতে জড়ো হয়েছেন হরিয়ানা-দিল্লির সীমান্তে। তাদের আটকাতে বিজেপি শাসিত হরিয়ানায় পুলিশ লাঠি চালিয়েছে, কাঁদানে গ্যাস ছুঁড়েছে, জলকামান থেকে জল ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে।। অন্যদিকে, দিল্লির দিকে এগোতে মরিয়া কৃষকরা। পুলিশ জলকামান নিয়ে তৈরি নিরাপত্তাবাহিনীর লোকজন। হরিয়ানায় ১৪৪ ধারা জারি হয়েছে। আগামী ২ দিন বন্ধ হয়েছে বাস চলাচল। 


উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, কেরল ও পাঞ্জাবের কৃষকরা দিল্লিতে জমায়েত হবেন তিনটি কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। ভারতীয় কিষাণ ইউনিয়নে দাবি তাদের বিক্ষোভে যোগ দিচ্ছেন ২ লাখ চাষি। তাঁরা নিজেদের খাবার, তরিতরকারি, কাঠ নিয়েই এসেছেন। যেখানে আটকানো হবে, সেখানেই অবস্থান করবেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা ফিরবেন না। 

 

মেধা পটেকারের নেতৃত্বে আসা মধ্যপ্রদেশের কৃষকদের আগ্রার কাছে আটকে দিয়েছে উত্তরপ্রদেশের সরকার। গ্রেফতার করা হয়েছে মেধাকে। দিল্লিতেও গাজিপুর ও চিল্লা সীমান্তে আট কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কাটছাঁট করা হয়েছে মেট্রো পরিষেবায়।



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post