জয় দিয়ে আইএসএলের অভিযান শুরু চেন্নাই এফসির। চেন্নাইয়ান এফসি গত মরশুমের রানার্স। ফলে এই ম্যাচেও তাঁরা ছিল ফেবারিট। চলতি আইএসএলের প্রথম ম্যাচেই জামশেদপুরকে হারাল ২-১ গোলে। প্রথম মিনিটেই গোল চেন্নাইয়ের। দক্ষিণের চেন্নাই জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের শুরুতে বেশ কিছুটা এগিয়ে যায়। আইএসলের ইতিহাসে এখন পর্যন্ত দ্রুততম গোল মঙ্গলবারের ম্যাচে।
✍🏻 We begin the season with a 2-1 victory over @JamshedpurFC, thanks to goals from @AnirudhThapa and Isma 💪🏽
Read the full match report here ➡️ https://t.co/PpUpczoe59#AllInForChennaiyin #JFCCFC
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) November 25, 2020চলতি আইএসএলে প্রথম ভারতীয় হিসাবে গোল পেলেন অনিরুদ্ধ থাপা। ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে ব্যবধান বাড়ায় চেন্নাই। পেনাল্টি থেকে গোল করেন ইসমা। প্রথমার্ধে শেষের কিছু আগে গোল দিয়ে ব্যবধান কমায় জামশেদপুর। দ্বিতীয়ার্ধে ম্যাচের স্কোরলাইন অপরিবর্তিত ছিল। যদিও আক্রমণ প্রতি-আক্রমণে ঝড় ওঠে দ্বিতীয়ার্ধে দু দলের মধ্যে। ম্যাচের সেরা অনিরুদ্ধ থাপা।
Post a Comment
Thank You for your important feedback