এফসি গোয়ার লক্ষ্য জয়, অপরদিকে ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেতে নিতে মরিয়া মুম্বই সিটি এফসি। গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে আইএসএল লিগ তালিকায় ১০ নম্বরে রয়েছে মুম্বই। বুধবারের ম্যাচে লাস্টে থাকা মুম্বইকে আটকাতে গোয়ার রক্ষণভাগ তৈরি। বেঙ্গালুরু এফসির সঙ্গে দু গোলে পিছিয়েও ম্যাচ ড্র করেছিল গোয়া। সেই ম্যাচে জোড়া গোল করে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন কমান ইগরে অ্যাঙ্গুলা। এই ম্যাচে তিনি কি ফের জ্বলে উঠবেন? আশায় বুক বাঁধছেন গোয়া সমর্থকরা। আগের ম্যাচ ড্র করে লিগ তালিকায় ৬ নম্বরে এফসি গোয়া। বলাই যায় বুধবারের লড়াই হবে জোরদার, আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দর্শকশূন্য ফতোরদা স্টেড়িয়াম।
এফসি গোয়ার লক্ষ্য জয়, অপরদিকে ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেতে নিতে মরিয়া মুম্বই সিটি এফসি। গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে আইএসএল লিগ তালিকায় ১০ নম্বরে রয়েছে মুম্বই। বুধবারের ম্যাচে লাস্টে থাকা মুম্বইকে আটকাতে গোয়ার রক্ষণভাগ তৈরি। বেঙ্গালুরু এফসির সঙ্গে দু গোলে পিছিয়েও ম্যাচ ড্র করেছিল গোয়া। সেই ম্যাচে জোড়া গোল করে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন কমান ইগরে অ্যাঙ্গুলা। এই ম্যাচে তিনি কি ফের জ্বলে উঠবেন? আশায় বুক বাঁধছেন গোয়া সমর্থকরা। আগের ম্যাচ ড্র করে লিগ তালিকায় ৬ নম্বরে এফসি গোয়া। বলাই যায় বুধবারের লড়াই হবে জোরদার, আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দর্শকশূন্য ফতোরদা স্টেড়িয়াম।
Post a Comment
Thank You for your important feedback