করোনার কোপ মাধ্যমিকের সিলেবাসে, কমছে ৩০-৩৫ শতাংশ

করোনা সংক্রমণের জেরে এই রাজ্যে একটানা আটমাস ধরে বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। অনলাইনে পঠনপাঠন চললেও সিলেবাস শেষ করা নিয়ে চিন্তায় ছিলেন পড়ুয়া-অভিভাবক থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারাও। ফলে এই ধাক্কা কাটিয়ে বোর্ডের পরীক্ষায় কী হবে সেটা নিয়ে চিন্তায় ছিল সব পক্ষই। 


বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য সেই চিন্তা অনেকটাই লাঘব করলেন। তিনি এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন, ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাসের ৩০-৩৫ শতাংশ কমানো হচ্ছে। 

তিনি জানান, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও সিলেবাস কমিটি একসঙ্গে এনিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। সেই প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য সরকার। তবে কোন কোন অংশ সিলেবাস থেকে বাদ পড়ল, সেটা অবশ্য জানাননি শিক্ষামন্ত্রী। তবে তিনি জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কোন কোন চ্যাপ্টার বা অংশ বাদ পড়বে সেটা পরে সংশ্লিষ্ট ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। 

কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চশিক্ষা নিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করা হবে। এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে। অপরদিকে দেশের বিভিন্ন প্রান্তে স্কুল খুলে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্কুলভবনগুলিকে আপতত ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। স্যানিটাইজেশন করা হচ্ছে। পরে এই বিষয়ে জানানো হবে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post