কাশ্মীর পঞ্চায়েত ভোটে বিজেপিকে অনেক পিছনে ফেলল গুপকার

বিজেপিকে অনেক পিছনে ফেলে ফারুক আবদুল্লার নেতৃত্বে গুপকার জোট জম্মু কাশ্মীরের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে এগিয়ে গিয়েছে। পাঁচ দফার এই ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিল বা ডিডিসি ভোটের গণনা হয় মঙ্গলবার। ৩৭০ ধারা বিলোপের পর এটাই ছিল প্রথম নির্বাচন। ২৮০ আসনের মধ্যে সন্ধ্যা পর্যন্ত গুপকার এগিয়ে ৯৬টিতে। বিজেপি এগিয়ে ৫৬টিতে। কংগ্রেস ২৩, আপনি পার্টি ৯ ও অন্যান্যরা ৫৫টি আসনে এগিয়ে। জম্মুতে বিজেপির ফল ভালো। তবে এই প্রথম কাশ্মীর উপত্যকায় তিনটি আসন পেয়েছে তারা। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও অন্য দলের জোট গুপকার সেখানে বিজেপিকে বহু পিছনে ফেলে দিয়েছে। কাশ্মীরে পিডিপির যুব নেত্রী ওয়াহিদ পারা জেল থেকে লড়ে জিতেছেন। 

অন্যদিকে, ভোটগণনার আগের দিন সোমবারই জম্মু কাশ্মীরের অন্তত ২০ জন বিরোধী রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। পিডিপির নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, গুন্ডারাজ চলছে। তাঁর দলের সিনিয়ার নেতাদের আটক করে রাখা হয়েছে। বিজেপি এভাবেই ভোটের ফলে কারচুপির চেষ্টা করছে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post