১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ

আগামী ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হচ্ছে করোনার টিকাকরণের কাজ। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকে এই দিনটি চূড়ান্ত হয়েছে। টিকাকরণের প্রস্তুতি নিয়ে ওই বৈঠকে ছিলেন ক্যাবিনেট সচিব, স্বাস্থ্যসচিব ও অন্য সিনিয়র অফিসাররা। কেন্দ্র জানিয়েছে, স্বাস্থ্যকর্মী, ডাক্তার ও সামনের সারিতে থাকা প্রায় ৩ কোটি করোনা যোদ্ধাকে টিকার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরই ২৭ কোটি ৫০ বছরের বেশি বয়স্কদের টিকাকরণ হবে, যাদের কোমরবিডিটি রয়েছে। উব্বেখ্য, আগামী সোমাবর সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুক্যমন্ত্রীদের সঙ্গে বৈছকে বসছেন মোদি। সেখানে করোনার টিকা দেওয়া বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। 

ইতিমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কোভিশিল্ড এদেশে তৈরি করছে সিকরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। টিকাকরণের জন্য ইতিমধ্যেই দুই দফয়া দেশজোড়া মহড়াও হয়ে গিয়েছে। কেন্দ্র জানিয়েছে, তারা তৈরি। বিভিন্ন রাজ্যে টিকা পৌঁছনোর কাজও শুরু হয়ে গিয়েছে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.