বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠেই লিগ টেবিলের শেষে থাকা দলের কাছে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর এই ম্যাচ হেরে লিগ শীর্ষে যাওয়ার সুযোগ নষ্ট করল রেড ডেভিলসরা। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ম্যাঞ্চেস্টারের জালে বল জড়ান শেভিল্ড ইউনাইটেডের কিন ব্রায়ান। দ্বিতীয়ার্ধের গোলশোধের চেষ্টায় ৬৪ মিনিটে হ্যারি মাগুইর গোলে সমতায় ফেরে ম্যান ইউ। যদিও খুব বেশিক্ষণ ম্যাচে সমতা বজায় রাখতে পারেনি ম্যান ইউ। ৭৪ মিনিটের ফের গোল হজম করে রেড ডেভিলসরা। শেভিল্ডের হয়ে ম্যাচের শেষ গোলটি করেন অলিভার বর্ক। ম্যাচের বাকি সময় গোল শোধের মরিয়া চেষ্টা করলেও ব্যর্থ হয় ম্যাঞ্চেস্টার। ফলে ঘরের মাঠে হারের মুখ দেখতে হল তাঁদের। ২০ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান ইউ। মঙ্গলবার ওয়েস্ট ব্রমকে ৫-০ গোলে উড়িয়ে লিগ শীর্ষে উঠে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
Thank You for your important feedback