কৃষক নেতার নামে লুক আউট নোটিশ, বাজেয়াপ্ত পাসপোর্ট

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় গোলমালের জন্য কুড়িজনেরও বেশি কৃষক নেতার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি নির্দেশ দিল কেন্দ্র। ২২টি এফআইআরে তাঁদের নামের উল্লেখ রয়েছে। কৃষক নেতাদের পাসপোর্ট জমা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যোগেন্দ্র যাদব, বলদেব সিং সিরসা, রাজেওয়ালে মতো নেতাদের তিনদিনের মধ্যে আইন ভাঙার কারণ জানাতে বলা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহত পুলিশকর্মীদের দেখতে যাবেন। 

অন্যদিকে, মঙ্গলবারের ঘটনার পর থেকে দিল্লি সীমান্তের তিনটি জায়গাতেই কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। গাজিপুর সীমান্তে কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। কৃষকরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও সিংঘু সীমান্তের নানা জায়গায় দেখা গিয়েছে এই হতাশার ছবি। আগের সেই স্লোগান আর উন্মাদনা এদিন নেই। নেই মঞ্চে কোনও বক্তৃতা। টানা দুই মাস ধরে কৃষকরা দিল্লি সীমান্তে সিংঘু, গাজিপুর ও টিকরিতে শীত-বৃষ্টি অগ্রাহ্য করে অবস্থান চালিয়ে যাচ্ছেন। কৃষক নেতাদের পরিষ্কার অভিযোগ, কেন্দ্র চক্রান্ত করে তাঁদের আন্দোলনকে বানচাল করে দিতে চাইছে। ইতিমধ্যেই দুটি সংগঠন আন্দোলন থেকে সরে এসেছে। বৃহস্পতিবারও লালকেল্লা মেট্রো স্টেশন বন্ধ। লালকেল্লার চারিদিকে মোতায়েন হয়েছে প্রচুর পুলিশকর্মী। ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে লালকেল্লা। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.