পিছোল পরীক্ষাসূচি, ফেব্রুয়ারি-মার্চে হচ্ছে না আইসিএসসি-আইএসসি ফাইনাল

পিছোল পরীক্ষাসূচি। ফেব্রুয়ারি-মার্চে হবে না ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আইসিএসসি ও আইএসসি বোর্ডের ফাইনাল পরীক্ষা। করোনার জেরে ইতিমধ্যেই পিছিয়েছে সিবিএসই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার বদলাল আইসিএসই, আইএসসির পরীক্ষার সূচি। The Council for the Indian School Certificate Examinations (CISCE)-এর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি-মার্চে আপাতত পরীক্ষা নেওয়া হবে না। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি ও উপযুক্ত সময় বুঝে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। 

বোর্ড সূত্রে খবর, করোনার জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল। অনলাইন ক্লাস হলেও অনেকক্ষেত্রেই বাকি রয়ে গেছে সিলেবাস। পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখেই পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার সময়। এছাড়া পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনও রয়েছে আগামী কয়েকমাসের মধ্যে। তবে পরীক্ষা পিছিয়ে গেলেও ২০২১-২০২২ শিক্ষাবর্ষ শুরু হবে নির্দিষ্ট সময়েই। স্কুলগুলিকে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। মার্চ ও জুন মাস থেকেই CISCE বোর্ডের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যাবে বলে খবর। তবে কবে থেকে স্কুল খুলবে ও ক্লাস শুরু হবে সে বিষয়টি এখনও জানানো হয়নি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post