ঢাকা সফরে মোদি

বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সূচি চূড়ান্ত হয়েছে। এখন বাংলাদেশে মোদির অনুষ্ঠানসূচি কী হবে তাই নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকছেন ভারত বাংলাদেশে বিদেশ সচিবরা। এখানে ঠিক হবে সফরের দিন ও সময়। ভারতের পক্ষে উপস্থিত থাকছেন সচিব হর্ষবর্ধন শ্রীংলা এবং বাংলাদেশের পক্ষে মাসুদ বিন মোমেন। থাকছেন বাংলাদেশ হাই কমিশনার মহম্মদ ইমরান।

মোদি এবং হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসবে বাণিজ্য, বিদ্যুৎ, শক্তি, জলসম্পদের বিষয়গুলি। উঠতে পারে ফের তিস্তা জল সরবরাহের বিষয়ও। এর মধ্যে বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই ভারতকে কৃতজ্ঞতা জানিয়েছে কোভিড-ভ্যাকসিন তাদের দেশকে দেওয়ার জন্য। ভারত বাংলাদেশকে ২০ লক্ষ ডোজ কোভিড ভ্যাকসিন দিয়েছে।                  


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post