রাতের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫০-র বেশি দোকান

রাতের শহরে ফের অগ্নিকাণ্ড। শনিবার রাতের বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১৫০টির বেশি দোকান। কোনও হতাহতের খবর না থাকলেও মাথায় হাত ব্যবসায়ীদের। ঘটনাস্থল দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছেই একটি বাজার। দমকলের ৯টি ইঞ্জিন আড়াই-তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লাগল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী সন্তোষ সিং জানান, শনিবার রাত প্রায় দুটো-আড়াইটে নাগাদ নিজের ডিমের দোকানেই শুয়েছিলেন তিনি। হঠাৎই তাঁর গায়ে আগুনের হলকা লাগতেই তড়িঘড়ি দরজা ভেঙেই বাইরে বেরিয়ে আসেন তিনি। ইতিমধ্যেই দেখেন দাউ দাউ করে জ্বলছে পাশের দোকানগুলিও। অন্যান্য ব্যবসায়ীরাও দ্রুত দোকান থেকে বেরিয়ে আসেন। স্থানীয় গার্ডদের খবর দেওয়ার পাশাপাশি নিজেরাও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে উত্তুরে হাওয়ার দাপটে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে যায়। প্রথমে দমকলের ২-৩ টি ইঞ্জিন এলেও তাতে আগুন আয়ত্তে আসেনি। ঘিঞ্জি এলাকা হওয়ায় কিছুটা বেগ পেতে হয় তাঁদের। পরে বাকি ইঞ্জিন পাঠানো হয়। দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ওই দোকানগুলি বেশিরভাগই অস্থায়ী। ফলে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা ছিল কিনা সন্দেও রয়েছে তা নিয়ে। প্রায় ১৫০টির মতো দোকান সম্পূর্ণ ভস্মীভূত।ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post