রবিবার বন্ধ থাকবে নোয়াপাড়া মেট্রো স্টেশন

জরুরি কাজের জন্য বন্ধ থাকবে নোয়াপাড়া মেট্রো স্টেশন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার নোয়াপাড়া স্টেশন থেকে কোনও মেট্রো চলাচল করবে না। শনিবার রাতে শেষ সার্ভিস পাওয়া যাবে। ফের সোমবার সকাল থেকে শুরু হবে পরিষেবা। লাইনের কাজ হওয়ায় ওই দিন কবি সুভাষ থেকে শুধুমাত্র দমদম পর্যন্তই যাতায়াত করবে মেট্রো। তবে ছুটির দিন হওয়ায় নিত্যযাত্রীদের তেমন ভোগান্তি পোহাতে হবে না বলেই মনে করছেন কর্তৃপক্ষ।

এদিকে সূত্রের খবর, ফেব্রুয়ারির মাঝামাঝিই চালু হয়ে যেতে পারে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও সরাসরি একথা ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, চলতি সপ্তাহেই সংস্থার জেনারেল ম্যানেজার মনোজ যোশী ও তাঁর প্রতিনিধি দল ওই মেট্রো পথ ঘুরে দেখেন। এছাড়া নোয়াপাড়া-বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশনের সিগন্যাল ব্যবস্থা, প্ল্যাটফর্ম, স্মার্ট গেট সহ যাবতীয় পরিষেবা সব কিছুই খতিয়ে দেখেন। এই তৎপরতা দেখেই অনুমান সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই এই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো চালু হতে পারে। আপাতত সিআরএস-এর ( কমিশনার অফ রেলওয়ে সেফটি ) ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। তবে সেই ছাড়পত্র পাওয়া কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার। তাই এই লাইন উদ্বোধন করা হলেও যাত্রীদের জন্য এখনই চালু হবে না পরিষেবা।   


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post