ফের শিরোনামে কঙ্গনা, জয়ললিতার পর ইন্দিরা গান্ধী

আবারও রাজনৈতিক চরিত্রে কঙ্গনা রানাওয়ত। দক্ষিণের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী জয়ললিতার পর, রুপোলি পর্দায় দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। সম্প্রতি ‘থালাইভি’ ছবির শুটিং শেষ করেছেন কঙ্গনা। এই ছবি মুক্তির আগেই নিজের অনুরাগীদের খুশির খবর দিলেন কঙ্গনা। নিজেই টুইট করে দেশের কিংবদন্তি রাজনৈতিক চরিত্র তথা দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের করার খবর জানালেন তিনি। ছবিটি পরিচালনা করছেন সাই কবীর। প্রযোজনার দায়িত্বে থাকছে কঙ্গনার নিজস্ব প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মস।  

কঙ্গনা একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, সিনেমাটি কোনও বায়োপিক হবে না। বরং স্বাধীনতা পরবর্তী ভারতের রাজনৈতিক ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তৈরি হবে। যেখানে অপারেশেন ব্লু স্টার থেকে জরুরি অবস্থা সহ ভারতের রাজনৈতিক ইতিহাসের উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে তুলে ধরবে এই সিনেমা। 

কঙ্গনা আরও বলেছেন, ‘হ্যাঁ, আমরা প্রজেক্টটি নিয়ে কাজ করছি। চিত্রনাট্য চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। স্পষ্ট করে বলতে গেলে, এটি একটি পলিটিক্যাল ড্রামা যা আমার প্রজন্মকে বর্তমান ভারতের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করবে’। কঙ্গনাকে সর্বত্র কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থন করতে দেখা যায়। এক্ষেত্রে ইন্দিরা গান্ধীকে ভারতীয় রাজনীতির ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ নেতা  বলে সম্বোধন করেছেন কঙ্গনা। তবে এখনও জানানো হয়নি সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী মতো গুরুত্বপূর্ন চরিত্রে কারা অভিনয় করবেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post