আজ কীবুর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে হাবাসের দল

চলতি আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল এটিকে-মোহনবাগান। গত ম্যাচে পাহাড়ি দল নর্থইস্টের কাছে হারের ধাক্কা ভুলে রবিবাসরীয় লড়াইয়ে কেরালার বিরুদ্ধে জয় পেতে মরিয়া হাবাসের দল। এদিনের ম্যাচ জিতে লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোই মূল লক্ষ্য রয় কৃষ্ণদের কাছে। দলের হেড কোচ অ্যান্থোনিও লোপেড হাবাস ম্যাচের আগে এমনটাই জানালেন। অন্যদিকে কেরালা ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। প্লে অফে জায়গা পেতেই ভিকুনার দলকে টানা চার ম্যাচ জিততেই হবে। উল্লেখ্য, গত আই লিগে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছিলেন কীবু ভিকুনা। তবুও এটিকে-র সঙ্গে সংযুক্তির পর তাঁকে দলে রাখেনি ক্লাব কর্তৃপক্ষ। এটিকে-র হেড কোচ হাবাসের ওপরই ভরসা রাখেন এটিকে-মোহনবাগানের কর্মকর্তারা। কীবুও কেরালা ব্লাস্টার্সের কোচের দায়িত্ব নিয়ে কেরল চলে গিয়েছিলেন। ফলে এটা কার্যত তাঁর কাছে বদলার ম্যাচ।  


নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে হারলেও তিন ম্যাচে গোলর স্বাদ পায়নি রয় কৃষ্ণ। ডেভিড উইলিয়ামস ও এডু গার্সিয়ার চোটের কারণে বাদ পড়েছেন বেশ কয়েক ম্যাচে । এডিশা এফসি থেকে লোনে এসেছেন মার্সেলিনহো। তাঁকে প্রথম একাদশে রেখেই কেরালা বিরুদ্ধে মাঠে নামছে এটিকে-মোহনবাগান। গত ম্যাচে রক্ষণের ভুলে হারলেও, প্যানিশ কোচ অ্যান্থোনিও লোপেজ হাবাস  জানান, ‘গত কয়েকটা ম্যাচে আমাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে। আরও উন্নতি করতে হবে। আক্রমণে শক্তিও বাড়াতে হবে’। প্রথম পর্বে হারের বদলা নিতে মরিয়া ভিকুনা ব্রিগেড।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post