আগামী ৯ মার্চ মুম্বই ক্রিকেট সংস্থা তরফ থেকে সুনীল
গাভাস্কারকে এক বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে। ওই দিন তাঁর জীবনের এক
বিশেষ দিন। কারন ওই দিন আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ বছর পূরণ হচ্ছে সুনীল
গাভাস্কারের। ৯ মার্চ তাঁর নামে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ওয়াংখেড়ে
স্টেডিয়ামে গাভাসকরের নামে স্থায়ী বক্সের উদ্বোধন করছে।
১৯৭১ সালে
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে সুনীল গাভাস্কার আন্তর্জাতিক
ক্রিকেটে পা রেখেছিলেন। একই সঙ্গে অভিষেক সিরিজে ৭৭৮ রান করেছিলেন, যাঁর
গড় ১৫৪.৮০। অভিষেক সিরিজে যা যে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান।
আন্তর্জাতিক ক্রিকেট ৫০ বছর পূর্ণ হওয়ায় ২০২০ সালে জুলাই মাসে মুম্বই
ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে গাভাসকরকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছিল।
যদিও ২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল আয়োজনের আগেই সুনীল গাভাসকরের নামে
স্ট্যান্ড ওয়াংখেড়ের স্টেডিয়াম থেকে সরানো হয়েছিল। তবে এবার তাঁর নামে
ওয়াংখেড়েই বক্সের উদ্বোধন হচ্ছে। যা ১০ থেকে ১২ সিটের বলে জানিয়েছেন
মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি বিজয় পাটিল।
বিশেষ সম্মান সুনীল গাভাস্কারকে
0
January 31, 2021
Tags
Thank You for your important feedback