সিনেমাহলে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল কেন্দ্র

এবার থেকে ১০০ শতাংশ দর্শকই ঢুকতে পারবেন সিনেমা হলে। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকড় টুইট করে জানান এই খবর। আগামীকাল সোমবার থেকেই শুরু হবে এই ব্যবস্থা। প্রসঙ্গত, চলতি মাসেই এই সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার সে পথেই হাঁটল কেন্দ্রও। তবে করোনা সংক্রমণ এড়াতে যে সমস্ত স্বাস্থ্যবিধি রয়েছে তা মেনে চলতে হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকায় বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে দেশের সমস্ত সিনেমা হল ও থিয়েটারে ১০০ শতাংশ দর্শকাসন পূর্ণ করা যাবে। এছাড়া শো-টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখতে হবে। পাশাপাশি শরীরের তাপমাত্রা  পরীক্ষা করা ও মাস্ক-স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। টিকিটের লাইনে ও দর্শকাসনের মধ্যেও মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।তবে ডিজিটাল মাধ্যমের ওপরও জোর  দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। কেন্দ্র সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। ভ্যাকসিন পর্ব শুরু হতেই বর্তমানে পরিস্থিতি কিছু স্বাভাবিক। সংক্রমণের হারও কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫২ জন। একদিনের হিসেবে সুস্থ হয়েছেন প্রায় ১৪ হাজারের কাছাকাছি। এর প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই ঘোষণায় স্বভাবতই খুশি সিনেমাহল মালিকরা। করোনা পরিস্থিতিতে দীর্ঘ প্রায় ৯-১০ মাস বন্ধ ছিল হলগুলি। পরে আনলক পর্বে চালু হলেও অর্ধেক সংখ্যক দর্শকের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তে কিছুটা লাভের মুখ দেখবেন বলেই মনে করছেন তাঁরা। এদিকে আশার আলো দেখছে বলিউডও। সিনেমাহল খোলা নিয়ে অনিশ্চয়তার জেরে ওটিটি প্ল্যাটফর্মই একমাত্র ভরসা ছিল প্রযোজক ও নির্মাতাদের। এবার বিগ বাজেটের সিনেমাগুলি হলেই মুক্তি পাওয়ারল বিষয়ে নিশ্চিন্ত হলেন তাঁরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post