করোনা মহমারীর প্রভাবে দেশ জুড়ে স্থগিত হয়ে গিয়েছিল সব
ধরনের খেলাই। এমনকি ৮৭ বছরে প্রথমবার রনজি ট্রফি বাতিলের সিদ্ধান্ত নেওয়া
হয়ছিল বিসিসিআইয়ের তরফে। এবার ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর দিল কেন্দ্রীয়
ক্রীড়ামন্ত্রক। রবিবার থেকেই উঠে যাচ্ছে ক্রীড়াক্ষেত্রে সমস্ত
নিষেধাজ্ঞা। এবার থেকে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শকের উপস্থিতিতেই অনুষ্ঠিত
হবে দেশের যে কোন ধরনের খেলা। একই সঙ্গে আইপিএলের জন্য ক্রিকেটারদের করোনা
ভাইরাসের টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের
কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল।
কেন্দ্রের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রকের
তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা পুনরায় সাধারণ জীবনযাপনের পথে
এগোচ্ছি। আর তাই ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রক খেলার মাঠে দর্শক প্রবেশের
ব্যাপারে তাদের পুরনো গাইডলাইনে বদল এনেছে। নয়া গাইডলাইনে আউটডোর
ইভেন্টগুলোতে গ্যালারিতে ১০০ শতাংশ দর্শক সমাগমের বিষয়টিতে সিলমোহর দেওয়া
হয়েছে। যেখানে প্রাথমিকভাবে স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক প্রবেশে অনুমতি
দেওয়া হয়েছিল। আশা করা যাচ্ছে এই ঘোষণার ফলে সবচেয়ে উপকৃত হতে পারে
দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ এবং আইপিএল। একই সঙ্গে স্টেডিয়াম
ফের কানায়-কানায় পূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
কমছে করোনা ভীতি, ক্রীড়াক্ষেত্রে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র
0
January 31, 2021
Tags
Thank You for your important feedback