নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন। তার আগেই বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসেবে পালণ করা হবে বলেই জানিয়ে দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে স্মরণ করে এবার থেকে তাঁর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও পালিত হবে পরাক্রম দিবস।
উল্লেখ্য, এবার নেতাজির জন্মদিনে কলকাতায় একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূল অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এছাড়াও জাতীয় গ্রন্থাগারেও হবে একটি অনুষ্ঠান। তবে প্রধানমন্ত্রীর চূড়ান্ত সফরসূচি মঙ্গলবারই জানাতে পারে পিএমও। প্রসঙ্গত, বহুদিন ধরেই নেতাজির জন্মদিনটি জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে নেতাজির জন্মদিন পরাক্রম দিবস বলে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হল।
Thank You for your important feedback