সব্যসাচীর ফ্যাশন ব্র্যান্ডের ৫১% মালিকানা নিল বিড়লা গ্রুপ

ভারতের ফ্যাশন মানচিত্রে অন্যতম নক্ষত্রের নাম সব্যসাচী মুখোপাধ্যায়। এবার তাঁর ব্র্যান্ডের ৫১% অধিগ্রহণ করল আদিত্য বিড়লা গ্রুপ। বেশ কয়েকমাস ধরেই এই বিষয়ে জল্পনা শোনা যাচ্ছিল ভারতীয় ফ্যাশন জগতে। এবার তাতেই শিলমোহর পড়ল। সূত্রের খবর, ৩৯৮ কোটি টাকার বিনিময়ে সব্যসাচী ব্র্যান্ডের মালিকানা হাতে নিল ভারতীয় পোশাক ব্যবসার বড় ব্র্যান্ড আদিত্য বিড়লা গ্রুপ। জানা যাচ্ছে আরও ৩০-৪০ দিন লাগবে এই অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হতে।

আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেডের ম্যানিজিং ডিরেক্টর আশিস দীক্ষিত জানিয়েছেন, সব্যসাচীর যে দীর্ঘ যাত্রাপথ, তারই একটি অংশ হয়ে উঠতে পেরে আমরা খুব আনন্দিত। এমন এক ঐশ্বর্য বিলাসী ব্র্যাণ্ড, যা ইতিমধ্যেই গোটা পৃথিবীর কাছে নিজেদের বাণিজ্য মেলে ধরেছে, সেই ব্র্যান্ডকে নিজেদের বলে চিহ্নিত করতে পেরে ভাল লাগছে। আর বাঙালি এই ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কথায়, ‘কুমারমঙ্গলম বিড়লার মতো একজন অংশীদার পেয়ে আমি খুশি। আরও বৃহৎ লক্ষ্যের দিকে পা ফেলতে চলেছি আমরা’। এই বৃহৎ চুক্তির ফলে সব্যসাচী ব্র্যান্ডের সমস্ত পোশাক এবং অলঙ্কারের বিপুল সাম্রাজ্যের অধিকার চলে গেল বিড়লা গ্রুপের হাতে। উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া থেকে অনুষ্কা শর্মা সকলেই জীবনের সবচেয়ে স্পেশাল দিনটা সাজিয়েছিলেন বাঙালি সব্যসাচী মুখোপাধ্যায়।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post