বাড়ির চিন্তায় ঋষভ পন্থ

চেন্নাইতে এসে থেকে মন খারাপ ঋষভের কারণ বাড়ি চাই, দাবি পরিবারের। খুবই কষ্ট করে ক্রিকেট শিখেছিলেন। উত্তরপ্রদেশের এক প্রান্তে বাড়ি ছিল ঋষভদের। ছোট থেকেই মায়ের সাথে দিল্লিতে এসে ক্রিকেটের প্রশিক্ষণ নিতেন তিনি। রাত ৩ টের সময় বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে মাঠে আসতেন। এইভাবে চলাফেরা করতে গিয়ে ঋষভের শরীর এবং পড়াশুনার প্রবল ক্ষতি হতে থাকে। পরে তিনি তাঁর মায়ের সাথে দিল্লির গুরুদ্বারায় থেকে প্র্যাকটিস চালাতেন। পরে অবশ্য তাঁরা দিল্লির কাছেই চলে আসেন।

আপাতত ঋষভ ক্রিকেট খেলে যথেষ্ট রোজগার করেছেন। মায়ের জন্য তাঁর দীর্ঘদিনের ইচ্ছা ছিল একটি বাড়ি কিনে দেবেন। এখন তিনি ভারতীয় দলের নিয়মিত হবেনই অতএব চটজলদি বাড়ির বিষয়টি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু চেন্নাইতে তাঁকে মনমরা দেখে সকলেই প্রশ্ন করে, সমস্যাটা কী। ঋষভ পরিষ্কার জানালেন, আমার এখন সবচেয়ে জরুরি কাজ গুরগাওঁতে একটা বাড়ি কেনা।      


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post