সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি সফল, হৃদযন্ত্রে বসল দুটি স্টেন্ট

সৌরভের হৃদযন্ত্রে বসানো হল আরও দুটি স্টেন্ট। বৃহস্পতিবার দুপুরে ডাঃ দেবী শেঠি এবং ডাঃ অশ্বনী মেহতার উপস্থিতিতে ডাঃ আবতাফ খান সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করেন। হাসপাতালের তরফে জানানো হয়, গোটা প্রক্রিয়া একঘন্টার মধ্যেই সম্পন্ন করা সম্ভব হয়েছে। পাশাপাশি দুই বিখ্যাত চিকিৎসকের তত্ত্বাবধানে সফলভাবেই হয় সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি। বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

এদিন বিকেলেই মহারাজকে দেখতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ৩০ মিনিটের মতো হাসপাতালে ছিলেন, কথা বলেন সৌরভের স্ত্রী ডোনা এবং কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। পরে তিনি বলেন, সৌরভ সুস্থই আছে, আমার সঙ্গে কথাও হয়েছে ওর। খুব ভালো চিকিৎসা হয়েছে। আশা করছি দ্রুতই বাড়ি ফিরবে। প্রসঙ্গত বুধবারই বুকে ব্যথা অনুভব করায় সৌরভ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। উল্লেখ্য দিন ২০ আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেবার তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছিল। সেবারও সৌরভকে দেখতে ছুটে এসেছিলেন ডাঃ দেবী শেঠি। সেবারও তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছিল। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post