এটিকে-মোহনবাগানের সমর্থকদের জন্য সুখবর, তৈরি হবে নতুন স্টেডিয়াম

এটিকে-মোহনবাগান সমর্থকদের ক্ষোভের আগুন নেভাতে বড় সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজির বোর্ড অফ ডিরেক্টরস। যুবভারতীর মত এটিকে-মোহনবাগানের জন্য বিশ্বমানের স্টেডিয়াম তৈরি হতে চলেছে। ক্লাব সূত্রে জানা যাচ্ছে রাজারহাট-নিউটাউনে আধুনিক ঝাঁ চকচকে একটি স্টেডিয়াম তৈরি করতে উদ্যোগী হয়েছে এটিকে-মোহনবাগান। 

গত মরশুমে এটিকের জার্সি এই মরশুমে ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে মোহনবাগানের একাধিক ফ্যান ক্লাব। যদিও এই মরশুমেই মোহনবাগানের সঙ্গে এটিকে সংযুক্ত হয়ে নতুন নামকরণ হয়েছে এটিকে-মোহনবাগান। ফলে নতুন একটি প্লে-গ্রাউন্ডের জন্য দলের হেডকোচ আগেই দরবার করেছিলেন ক্লাব কর্তৃপক্ষের কাছে। জানা যাচ্ছে কোচের প্রস্তাব পছন্দও হয়েছে তাঁদের। এই বিষয়ে বুধবার এটিকে-র সিইও ভিডিও বৈঠক করেন মোহনবাগানের দুই ডিরেক্টর দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসুর সঙ্গে। 

অন্যদিকে নতুন স্টেডিয়ামের জন্য এটিকে-র কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা জমির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে  আগেই আবেদন করেছিলেন। রাজ্যও জমি দেওয়ার ক্ষেত্রে সম্মতি জানিয়েছেন। সেই নিয়েই তোড়জোড় শুরু করেছেন ক্লাব কর্তারা। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post