উইলি ওয়াঙ্কার প্রিকুয়েল

ক্যান্ডি, চকলেটের দুনিয়া নিয়ে আবার ফিরছে উইলি ওয়াঙ্কা। তবে এবার আর শুধু চকলেট ফ্যাক্টরি নয়, জানা যাবে উইলির জীবনের অজানা গল্প। রোয়াল্ড ডালের ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ অবলম্বনে এর আগে দুটি সিনেমা ইতিমধ্যেই তৈরি হয়েছে। ১৯৭১ সালে ‘উইলি ওয়াঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’ সিনেমায় উইলি ওয়াঙ্কার চরিত্রকে প্রথম বইয়ের পাতা থেকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন জিন ওয়াইল্ডার। এরপর ২০০৫- মুক্তি পায় জনি ডেপের ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’। দুটো সিনেমাই জনপ্রিয় হয়েছিল বাচ্চাদের কাছে।

আন্তর্জাতিক সূত্রে খবর, এবার উইলি ওয়ঙ্কার প্রিকুয়েল বানাতে চলেছেন পরিচালক পল কিং। সিনেমার নাম ‘উইলি’। থাকবে উইলির জীবনের অজানা গল্প। কিভাবে চকলেট ফ্যাক্টরি তৈরি করল উইলি ? তবে উইলি ওয়াঙ্কার চরিত্রে কে থাকবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি পরিচালক। তবে স্পাইডার ম্যান খ্যাত টম হল্যান্ড বা কল মি বাই ইউর নেম- এর টিমোথি শ্যালামির মধ্যে একজনকে উইলির চরিত্রের জন্য ভাবা হয়েছে। কিন্তু এখনও দুজনের কাউকেই প্রস্তাব দেওয়া হয়নি। ২০২১-এর সেপ্টেম্বর মাসেই শুটিং শুরুর কথা রয়েছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.