ফুটবল বিশ্বে সর্বোচ্চ গোলের মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ইতালি সুপার কাপের ফাইনালে নাপোলির বিরুদ্ধে গোল করে সর্বাধিক গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশ ও ক্লাব ফুটবল মিলিয়ে অস্ট্রেলিয়া কিংবদন্তী জোসেফ বিকানের করা ৭৫৯টি সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০৪২টি ম্যাচ খেলে ৭৬০টি গোল করে নতুন মাইলস্টোন ছুঁলেন তিনি। 

নতুন বছরের শুরুতেই সিরি-এ লিগে জোড়া গোল করে ফুটবল সম্রাট পেলেকে ছুঁয়েছিলেন সিআর সেভেন। অপরদিকে, রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিন্টার লিওনেল মোসির দখলে থাকা গোল সংখ্যা ৭১৯। ২০০২ সাল থেকে ফুটবল কেরিয়ারের ক্লাব ফুটবলে ৬৫৮টি গোল করেছেন রোনাল্ডো৷ অন্যদিকে জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচে ১০২টি গোল করেছেন তিনি। বুধবার তাঁর গোলেই জুভেন্টাস ইতালি সুপার কাপে জয়ী হয়েছে৷


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post