আজ শনিবার কলকাতায় এলেন বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল রাজ্য বিজেপির নেতা ও যুব মোর্চার কর্মীরা। তিনি প্রথমে দক্ষিণেশ্বর গিয়েছেন, সেখানে পুজো দিয়ে সারাদিনই নানা সভা রয়েছে দলের যুব কর্মীদের সাথে। এদিন তিনি দলের আইটি সেলের সাথে বসবেন। প্রচারমাধ্যমে দলের প্রচারের বিষয়ে তিনি কিছু নির্দেশ দেবেন। এরপর বসবেন যুব মোর্চার সাথে।
তিনি অবশ্যই দলের মূল সূত্রের সাথে বাঁধতে চাইছেন যুব কর্মীদের। সাংসদ সূর্য দীর্ঘদিন সংঘের কাজ করেছেন এবং তিনি জানেন রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ অনেকেই অন্যদল থেকে বিজেপিতে এসেছে তাদের কাজের পরিধি বোঝাতেই তার শহরে আসা। তবে আরও একটি বিষয় "পরিবর্তন যাত্রা" নিয়েও আলোচনা সারবেন দলের সাথে। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে পরিবর্তন যাত্রার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।
Thank You for your important feedback