দিন দুয়েকের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সৌরভ

বৃহস্পতিবার হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি এবং ডাঃ অশ্বিনী মেহতার উপস্থিতিতে প্রায় দেড়ঘন্টা ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভালো আছেন সৌরভ। রাতেও নতুন করে কোনও সমস্যা হয়নি। সকাল থেকে কথাও বলেছেন মহারাজ। যদিও তিনি দিনভর চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন এবং ডাঃ দেবী শেঠি ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। 

শুক্রবার তাঁকে আইসিসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে রবি বা সোমবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকদের অভিমত, একটা স্টেন্ট বসানোর কয়েক দিনের মধ্যে ফের বুকে ব্যথা প্রাথমিকভাবে চিন্তার কারণ। তাই দেরি না করে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে সৌরভের হৃদযন্ত্রে। যদিও তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডাঃ আফতাব খান জানিয়ে দিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই, সৌরভ এখন অনেকটাই সুস্থ। সবকিছু ঠিকঠাক থাকলে দুই-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া হবে তাঁকে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post