আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির দিকে
হাওয়া তুলতে ফের রথযাত্রার আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর,
আগামী ফেব্রুয়ারি ও মার্চে রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে পাঁচটি রথযাত্রা
করার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব। আর ওই রথযাত্রায় অংশ নেবেন রাজ্য ও
কেন্দ্রীয় বিজেপির নেতারা। জানা যাচ্ছে, গত শুক্রবার দিল্লিতে বঙ্গ বিজেপির
দুই শীর্ষ নেতা দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন দিল্লির
নেতৃত্ব। সেখানেই এই রথযাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গ
বিজেপি সূত্রে খবর, বিজেপির ৫টি সংগঠনিক জোনে পাঁচটি রথযাত্রার পরিকল্পনা
হয়েছে। প্রচি জোনে একটি করে, আর রথ প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে
যাবে। বঙ্গ বিজেপির আশা, এই ধরণের কর্মসূচির মাধ্যমে নীচু তলার
কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দিপণা তৈরি করা সম্ভব হয়। যার প্রভাব পড়ে
সরাসরি ভোটবাক্সে। এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও এরকম রথযাত্রা
করেছিল বঙ্গ বিজেপি। এবার আরও বড় পরিসরে রথযাত্রা করতে চলেছে বিজেপি।
বিধানসভা ভোটের আগেই রাজ্যে ৫টি রথযাত্রা বিজেপির
0
January 17, 2021
Thank You for your important feedback