আচমকা পদত্যাগ করলেন চন্দননগরের সিপি হুমায়ুন কবীর

আচমকাই পদত্যাগ করলেন চন্দননগরের পুলিশ কমিশনার ড. হুমায়ুন কবীর। তাঁর পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন গৌরব শর্মা। নবান্ন থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্রের খবর, শনিবার সকালেই নিজের দায়িত্ব বুঝে নেবেন গৌরব শর্মা। তবে কেন রাজ্যের এই সিনিয়র আইপিএস অফিসার পদত্যাগ করলেন সেটা স্পষ্ট নয়। ডাঃ হুমায়ুন কবীর নিজেও এই বিষয়ে ধোঁয়াশা বজায় রাখলেন। 

শুক্রবার বিকেলে তিনি জানান, ‘ব্যক্তিগত কিছু কাজ রয়েছে তাই চাকরি থেকে ইস্তফা দিলাম। পরবর্তী সময় কি করবো সেটা এখনও ঠিক করিনি। আগামী কয়েকদিনের মধ্যেই সেটা জানিয়ে দিতে পারব বলে আশা করছি’। তবে তিনি জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। তবে জল্পনা চলছে রাজনীতিতে যোগ দিতে চলেছেন তিনি। উল্লেখ্য কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে হুমায়ুন কবীরের স্ত্রী। যদিও এদিন ওই বিষয়টি এড়িয়ে যান সদ্য পদত্যাগী চন্দননগরের পুলিশ কমিশনার। তবে কয়েকদিন আগেই চন্দননগরে এক জনসভায় শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, হুমায়ুন কবীরের স্ত্রী তৃণমূলের টিকিট পাচ্ছেন। এবার আচমকা আইপিএসের পদত্যাগ সেই জল্পনা আরও উস্কে দিল। ২০০৩ ব্যাচের আইপিএস ড. হুমায়ুন কবীর দক্ষ পুলিশ অফিসার ছাড়াও সাহিত্য চর্চায় সিদ্ধহস্ত। বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি ছাড়াও বেশ কয়েকটি বইও লিখেছেন ওই আইপিএস আধিকারিক। এছাড়া ২০১৮ সালে একটি বাংলা সিনেমাও পরিচালনা করেন। এখন দেখার তিনি রাজনীতির ময়দানে যোগ দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেন কিনা। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post