তারকেশ্বর-ডিমাপুর ‘কিষান ট্রেন’ চালু হল, টিকিটে ৬০ শতাংশ ভর্তুকি

কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের উদ্যোগে রাজ্য থেকে চালু হল একজোড়া কিষাণ স্পেশাল ট্রেন (Tarakeswar-Dimapur Kisan Rail Special train)। ট্রেনটি শুক্রবার হুগলির তারকেশ্বর থেকে অসমের ডিমাপুর পর্যন্ত চলাচল করবে। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে আপাতত ট্রেনটি সপ্তাহে একদিন শুক্রবার তারকেশ্বর থেকে ছাড়বে। ফিরতি পথে ট্রেনটি শনিবার ডিমাপুর থেকে ছাড়বে। স্থানীয় কৃষকদের সুবিধার জন্যই ট্রেনটি চালু করা হল বলে দাবি রেলের। এই কিষাণ স্পেশাল ট্রেনের মূল ভাড়াতেও ৬০ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রক। 

শুক্রবার সকাল ১০টায় প্রথম কিষাণ স্পেশাল ট্রেনটিকে সবুজ পতাকা দেখিয়ে রওনা করান পূর্ব রেলের আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, হুগলি সহ আশেপাশের কৃষকরা তাঁদের বাড়তি সবজি, শস্য উত্তর-পূর্ব ভারতে রফতানি করতে পারবেন দ্রুত। ফলে কৃষকরা লাভের মুখ দেখবেন। এই কিষাণ ট্রেনে সবজি, আলু, পেঁয়াজ ছাড়াও শষ্যদানা পাঠানো যাবে। সাধারণ মেল-এক্সপ্রেস ট্রেনের মতোই গতিতে ছুটবে এই পার্সেল ট্রেননি। রেলের তরফে জানানো হয়েছে, তারকেশ্বর থেকে ছেড়ে কিষাণ স্পেশাল ট্রেনটি শ্রীরামপুর হয়ে ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি হয়ে ডিমাপুর পৌঁছাবে পরদিন বিকেলে। এরপর সেখান থেকে পরদিন রাতেই ছাড়বে তারকেশ্বরগামী কিষাণ ট্রেন। ট্রেনটি চালু হওয়ায় এলাকার চাষি ও ব্যবসায়ীদের মধ্যে খুশির হাওয়া। রেলের তরফে জানানো হয়েছে আপাতত ট্রেনটি ৬ মাস চলাচল করবে সপ্তাহে একদিন। যদি এটি জনপ্রিয় হয়, তবে পরিষেবা আরও বাড়ানো হবে। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post