'তাণ্ডব' নিয়ে অব্যাহত তাণ্ডব! চাপের মুখে বদলাচ্ছে বিতর্কিত দৃশ্য

ক্ষমা চাইবার পরেও কাটল না বিতর্ক। 'তাণ্ডব' নিয়ে অব্যাহত তাণ্ডব। শেষপর্যন্ত চাপের মুখে বদলাতে হচ্ছে 'তাণ্ডব' ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্য। ওয়েব সিরিজের নির্মাতাদের তরফে বিবৃতি জারি করে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ওই দৃশ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওয়েব সিরিজের মাধ্যমে যদি অনিচ্ছাকৃতভাবে কেউ আঘাত পেয়ে থাকেন, তার জন্য আবারও ক্ষমা চাইছেন তাঁরা।

প্রসঙ্গত, শুক্রবার অ্যামাজন প্রাইমে 'তাণ্ডব' মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। ওয়েব সিরিজের একটি দৃশ্যে ভগবান শিব ও রামকে অপমান করার অভিযোগ তোলা হয়েছে। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগে বিজেপির একাধিক নেতার রোষানলে পড়েছেন পরিচালক থেকে কলাকুশলীরা। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম ‘তাণ্ডব’-এর টিমের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন। টুইটারে ‘তাণ্ডব’ বয়কটেরও ডাক দেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, রীতিমতো হুমকির মুখে পড়তে হয়েছে অভিনেতা সইফ আলি খানকে। এরপরই  ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর টুইট করে জানিয়ে দেন, যে দৃশ্য নিয়ে এত সমালোচনা, তা বদলে দেওয়া হবে। তিনি বলেন,'দেশের মানুষের প্রতি আমাদের পূর্ণ সম্মান ও শ্রদ্ধা আছে। আমরা কোনও জাতি, ধর্ম, বর্ণের ভাবাবেগকে আঘাত করতে চাইনি। এমনকী কোনও রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, জীবিত বা মৃত ব্যক্তিকেও আঘাত করার অভিপ্রায় ছিল না আমাদের। তাই তাণ্ডব-এর গোটা টিমের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে দৃশ্য নিয়ে এই তুমুল বিতর্ক, তা বদলে দেওয়া হবে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের কাছে আমরা কৃতজ্ঞ। কারও ভাবাবেগকে কষ্ট দিয়ে থাকলে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি।'


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post