হেস্টিংসে যুবকের নলিকাটা দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

খাস কলকাতায় যুবকের নলিকাটা দেহ উদ্ধার। মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় হেস্টিংস এলাকায়। মৃত যুবকের নাম দশরথ মল্লিক। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তার থেকে প্রাথমিক অনুমান, চাকরি না থাকায় মানসিক অবসাদের আত্মহত্যা করেছেন তিনি। তবে যেভাবে নলি কাটা হয়েছে, তা কারও নিজের পক্ষে করা সম্ভব কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই  মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দশরথ মল্লিক নামের ওই যুবক আচম্বিত শাহ রোডের বাসিন্দা। চাকরি করলেও সামান্যই বেতন পেতেন তিনি। লকডাউনে চাকরি চলে যাওয়ায় আর্থিক অনটনে চলছিল সংসার। বেশ কয়েকজন মহাজনের কাছে টাকা ধারও নিয়েছিলেন তাঁর পরিবার। নয় মাস ধরে টাকা না দেওয়ায় তাঁরা তাগাদাও দিচ্ছিলেন। এইসব কারণে মানসিক অবসাদেও ভুগতে শুরু করেছিলেন দশরথ। মঙ্গলবার বাড়ির বাইরে শৌচালয়ে যাবেন বলে বেরিয়েছিলেন দশরথ। কিন্তু অনেকক্ষণ পরেও তিনি বাড়ি না ফেরায় চিন্তা শুরু হয় পরিবারের। রাত বাড়তেই তাঁর খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। এরপর কিছু দূরেই একটি সুলভ শৌচাগারে মেলে যুবকের নলিকাটা দেহ। দশরথের মৃতদেহের পাশে একটি সুইসাইড নোটও দেখতে পান স্থানীয়রা। পরিবারের অনুমান, কিছুদিন ধরেই চুপচাপ ছিলেন দশরথ। কারও সঙ্গেই তেমন কথা বলছিলেন না। মানসিক অবসাদ থেকেই হয়তো এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পুলিশে খবর দেওয়া হলে তাঁরা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান। তবে আত্মহত্যা না খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post