করোনা টিকার স্বেচ্ছাসেবকের মৃত্যু, চরমে বিতর্ক

করোনার টিকার পরীক্ষায় অংশ নেওয়া ৪২ বছরের এক স্বেচ্ছাসেবীর মৃত্যু হল ভোপালে। একটি বেসরকারি হাসপাতালে ১২ ডিসেম্বর কোভ্যাকসিন টিকা নিয়েছিলেন আদিবাসী মজুর দীপক মারওয়াহি। ২১ ডিসেম্বর মারা যান তিনি। সবরকম নিয়ম মেনে সম্মতি দেওয়ার পরই তাঁকে টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার পর তাঁকে তিরিশ মিনিট বসিয়েও রাখা হয়েছিল। তারপর সাত-আটদিন তাঁর স্বাস্থ্যও পরীক্ষাও করা হয়েছিল। পরিবারের লোকজন জানিয়েছেন, টিকা নেওয়ার পর তাঁর কাঁধে অসহ্য ব্যথা হয়, পরে মুখ দিয়ে গ্যাঁজা ওঠে। 

শনিবার হাসপাতালসূত্রে বলা হয়েছে, ময়নাতদন্তের পর মনে করা হচ্ছে, তিনি সম্ভবত বিষক্রিয়ায় মারা গিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ভিসেরা পরীক্ষার পর তা জানা যাবে। এই ঘটনা ভারত বায়োটেক ও ড্রাগ কন্ট্রোলারকে জানানো হয়েছে। যাঁরা পরীক্ষায় এসেছিলেন তাঁদের অর্ধেককে প্রকৃত ইঞ্জেকশন ও বাকি অর্ধেককে স্যালাইন দেওয়া হয়েছিল। ভায়াল সবই এসেছিল বন্ধ বাক্সে। (প্রতিনিধিত্বমূলক ছবি)


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.