বেসুরো হয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি, ধরেই নেওয়া হচ্ছিল দল ছাড়ছেন এবং বিদ্রোহীদের সাথে গোপন বৈঠকও করেছিলেন। কিন্ত তারপর তাল কেটেছিল বিজেপির নেতানেত্রীদের আপত্তিতে। নেওয়া যাবে না জিতেনের মতো নেতাকে, অবশ্য দিল্লির নির্দেশে চুপ করেছিলেন বিজেপি নেতারা। এর মধ্যে জিতেন্দ্র দলের পদ থেকে অপসারিত হয়ে দুই কুলই হারিয়েছিলেন। পরে অরূপ বিশ্বাসকে ধরে অন্তত বহিষ্কারের হাত থেকে বেঁচেছিলেন তিনি।
আজ সবারই লক্ষ ছিল বেসুরোদের কে কে অনুপস্থিত হন। রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন হুইপ জারি করার পরও। দিন দুয়েক আগে ফের বিতর্কিত মন্তব্য করেছিলেন জিতেন্দ্র ফলে ধরেই নেওয়া হয়েছিল তিনি অনুপস্থিত থাকতে পারেন কিন্তু একেবারে সময়মতো বিধানসভায় নিজের নির্দিষ্ট আসনে গিয়ে বসেন। CN ওয়েব কে জানান তিনি দলেই আছেন এবং বিশেষ সভা করার জন্য তৃণমূল ভবনে যাচ্ছেন। প্রশ্নের উত্তরে তিনি জানান, দেখি কেন ডাকা হয়েছে।
Thank You for your important feedback