দেশে করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে, দাবি হর্ষবর্ধনের


দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি রোধ করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার এমনই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। তাদের বক্তব্য, দেশের এক-পঞ্চমাংশ জেলাতেই আর করোনার সংক্রমণ নেই। এক সপ্তাহ ধরে সেখানে একটি করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। ২ সপ্তাহ আগে টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই সংক্রমণের হার কমেছে। এখনও পর্যন্ত ২৪ লাখ স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। 

সংক্রমণে বিশ্বে আমেরিকার পর ভারতই রয়েছে দ্বিতীয় স্থানে। সেপ্টেম্বরের মাঝামাঝি সংক্রমণ সর্বোচ্চ হওয়ার পর থেকেই তা ক্রমাগত কমে এসেছে। সমীক্ষা জানাচ্ছে, দেশের বেশ কয়েকটি জায়গায় হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভারত করোনাকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজারেরও কম লোক সংক্রমিত হয়েছেন। দেশের ৭১৮টি জেলার মধ্যে ১৪৬টি থেকে সপ্তাহখানেক কোনও করোনার সংক্রমণের খবর নেই। ১৮টি জেলায় ২ সপ্তাহ সংক্রমণ হয়নি। 

এখনও পর্যন্ত ভারতে ১ কোটি ৭০ লাখ নাগরিক সংক্রমিত হয়েছেন। বিশ্বে এখন মৃত্যুর হার সবথেকে কম ভারতের।    


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post