ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ জন। উত্তরপ্রদেশের মোরাদাবাদ-আগ্রা হাইওয়ের ঘটনা। শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। মোরাদাবাদ শহর থেকে ১৮ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা হয়েছে। সেখানে চলছে উদ্ধারকাজ। পুলিশ সুপার জানান, তিনিট গাড়ি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওবারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে ২ লাখ টাকার ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন তিনি। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। এই সপ্কাহেই ভাদোহিতে কুয়াশার জন্য অ্যাম্বুলেন্স-ট্রাকের দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছিলেন।
Thank You for your important feedback