২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠির উপস্থিতিতে আরও দুটি স্টেন্ট বসানো হয়েছে। এবার সৌরভকে দেখতে কলকাতায় ছুটে এলেন তাঁর দলের অন্যতম সদস্য ভিভিএস লক্ষ্মণ। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে গিয়ে প্রিয় ক্যাপটেনের সঙ্গে দেখা করেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান।
‘দাদা’র সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। এক কথায় প্রিয় দাদার অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন লক্ষ্মণ। তাই কলকাতায় দেখা করতে চলে এসেছিলেন ভারতীয় দলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে খেলা প্রাক্তন ক্রিকেটার।
Thank You for your important feedback