দেশে করোনা সংক্রমণ কমছে, সুস্থতার হার ৯৬.৩৯%

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা শুক্রবার ১৮,১৩৯ জন। এমাসে এনিয়ে পাঁচবার ১৯ হাজারের কম সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মোট আক্রান্ত এখন ১,০৪,১৩,৪১৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১,০০,৩৭,৩৯৮ জন। সুস্থতার হার এখন ৯৬.৩৯ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩৪ জন। মোট মৃত এখন ১,৫০,৫৭০ জন। টানা ১৮ দিন সংক্রমণ ৩ লাখেরও কম। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর দেশে করোনা সংক্রমণ ৫০ লাখ পেরিয়েছিল। ১ কোটি সংক্রমিত হয়েছিল ১৯ ডিসেম্বরে।
মহারাষ্ট্রে নতুন মৃত্যু ৭২ জন, কেরলে ২৫ জন, দিল্লিতে ১৯ জন, পশ্চিমবঙ্গে ১৮ জন। মোট আক্রান্তের মধ্যে মহারাষ্ট্রে ৪৯,৮৯৭ জন। তামিলনাড়ুতে ১২,২০০ জন, কর্নাটকে ১২,১৩১ জন, দিল্লিতে ১০,৬৪৪ জন, পশ্চিমবঙ্গে ৯,৮৮১ জন, উত্তরপ্রদেশে ৮,৪৫২ জন, অন্ধ্রপ্রদেশে ৭,১২৬ জন এবং পাঞ্জাবে ৫,৪২২ জন। ৭০ ভাগেই মৃত্যু হয়েছে কোমরবিডিটির কারণে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.