ভারত ট্যাক্স নিয়ে বৈষম্য করছে, অভিযোগ মার্কিন ডিজিটাল সংস্থার

ভারতের অর্থমন্ত্রকের উপর গুরুতর অভিযোগ আনল অন্য আমেরিকার ই-কমার্স ডিজিটাল সংস্থাগুলি। তারা ভারতের ডিজিটাল পরিষেবা করকে (ডিএসটি) বৈষম্যমূলক তকমা দিল। আমেরিকার ব্যবসায়িক প্রতিনিধিদের তদন্তমূলক রিপোর্টে (ইউএসটিআর) করকে অতিরিক্ত চাপ বলা হয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, এই ট্যাক্সের পদক্ষেপ আন্তর্জাতিক কর নীতির বিরোধী। সম্পর্কের পাঁচিলও বলা হয়েছে, যদিও ভারত এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ভারতের বক্তব্য, প্রতিযোগিতার বাজারে দেশীয় ডিজিটাল সংস্থাগুলিও আছে, যদি তাদের উপর ট্যাক্স চাপানো হয় তবে বিদেশি নয় কেন? বিদেশকে অতিরিক্ত সুবিধা দিলে তারা একচেটিয়া ব্যবসা করবে, সেক্ষেত্রে দেশ ব্যবসা মার খাবে।

বিদেশি ই-কমার্সের অফিস আছে অথচ তাদের স্থায়ী অফিস নেই এমন বিদেশি সংস্থার উপর অতিরিক্ত ২% ডিজিটাল পরিষেবা কর কার্যকর হয়েছে ১ এপ্রিল। এতেই ক্ষুব্ধ মার্কিন মুলুক। মার্কিন সরকার সরাসরি ব্যবসা না করলেও ব্যবসায়ীর পাশে সর্বদা থাকে। সরকার এ নিয়ে উপদেশ দেওয়ার পর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি তদন্ত চালিয়েছে বলে খবর। এদেশে ১১৯টি  ই-কমার্স সংস্থার মধ্যে ৮৬টিই আমেরিকার | এবারে তারা হুমকি দিয়েছে,তারাও ভারতের জনগণের উপর অতিরিক্ত ট্যাক্স চাপাবে বিক্রির ক্ষেত্রে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post